ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে সরকারি কর্মকর্তাকে ইউপি চেয়ারম্যানের মারধর

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ অক্টোবর ২০২০

বাউফলে সরকারি কর্মকর্তাকে ইউপি চেয়ারম্যানের মারধর

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল উপজেলা কৃষি অধিদফতরের এক কর্মকর্তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার তাকে মারধর করেন। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, বাউফল উপজেলা কৃষি অধিদফতরের রের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লাকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কনকদিয়া বাজারে যান। এসময় কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারের সাথে তার দেখা হয়। ওই উপসহকারী কৃষি কর্মকর্তা তাকে সালাম দেন এবং কুশল বিনিময় করেন। একপর্যায়ে চেয়ারম্যান শাহিন হাওলাদার উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিনকে কথা শোনার জন্য বাজারের মধ্যে একটি দোকানে ডেকে নেয়। একটি সূত্র জানায়, সম্প্রতি ওই ইউনিয়নে সার আটকের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান শাহিনের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওই উপসহকারী কৃষি কর্মকর্তা সামনে উপজেলা কৃষি কর্মকর্তাকে নাম ধরে অশ্লীল ভাষা গালাগাল করলে তিনি প্রতিবাদ করায় মারধর করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই উপসহকারী কৃষি কর্মকর্তা চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,‘ ঘটনাটি দুঃখ জনক। আমি বিষয়টি জানার পর ওই উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দিয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন,‘ সার আটকের ঘটনার বিষয়ে অমি কৃষি কর্মর্তাকে ফোন দেই। তিনি আমার সাথে অসোভন আচরণ করেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা আনছার উদ্দিনকে দেখতে পেয়ে আমি বিষয়টি জানাই। তিনি আমাকে চুপ থাকতে বলেন। এক পর্যায়ে তার সাথে আমার উচ্চবাচ্য হয়েছে। কিন্তু তাকে মারধরের ঘটনা সত্য নয়।’ বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,‘ওই উপসহকারী কৃষি কর্মকর্তার লিখিত অভিযোগ পাওয়ার পরে শুক্রবার সকালে বাউফল থানার এক এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
×