ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ১১ জন আটক

প্রকাশিত: ১৪:৪৪, ২৭ অক্টোবর ২০২০

কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ১১ জন আটক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের পল্লীতে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা ও সরঞ্জামসহ ১১ জুয়াড়িকে আটক করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কালিয়ারকান্দাস্থ তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন খোলা মাঠে র্যাব-১৪ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো-শুকুর আলী (২৫), মোঃ মান্নান (৩৫), মাসুদ মিয়া (২০), ওমর ফারুক (৩৫), আল-আমিন (২৮), মোঃ বাবু (৩৫), মোঃ লিটন (৪০), আজিল উদ্দিন (২৮), রঞ্জু মিয়া (৪২) ও সুমন মিয়া (৩০)। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিয়ারকান্দা এলাকায় খোলা মাঠে কতিপয় লোক দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসিয়ে আসছে। এমন তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে মঙ্গলবার ওই এলাকায় র্যাবের আভিযানিক দল অভিযান চালায়। অভিযানকালে ১১ জুয়াড়িকে হাতেনাতে আটক করাসহ জুয়া খেলার নগদ এগার হাজার ছয়শত টাকা, তিনটি মোবাইলসেট ও তিনটি তাসের বান্ডিল জব্ধ করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
×