ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশ আজ ক্ষুধামুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে ॥ তোফায়েল

প্রকাশিত: ২২:০৪, ২৬ অক্টোবর ২০২০

দেশ আজ ক্ষুধামুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদাতা, ভোলা, ২৫ অক্টোবর ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু দুটি স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করা এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। একটি তিনি করে গিয়েছেন। তার নেতৃত্বে বাংলদেশ স্বাধীন হয়েছে। অপরটি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সম্মেলনে তোফায়েল আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙ্গনের হাত থেকে ভোলাকে রক্ষা করার জন্য ব্লকবাঁধ নির্মাণ করা হয়েছে। ভোলায় রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। ভোলার গ্যাস কাজে লাগিয়ে এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। এরই মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনার তীরে যেখানে চাষাবাদ হয় না এমন জমি নিয়ে একটি কোম্পানি কাজ শুরু করেছে।
×