ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় বৈঠক ৮ নবেম্বরের পর

প্রকাশিত: ০০:৪৭, ২৩ অক্টোবর ২০২০

রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় বৈঠক ৮ নবেম্বরের পর

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন । এক ঘণ্টার ওই ফোনালাপে রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য চীনকে অনুরোধ করে বাংলাদেশ। মিয়ানমারের ৮ নবেম্বরের নির্বাচনের পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। খবর ওয়েবের। এদিকে একই সময়ে চীনকে ছাড়া বৃহস্পতিবার রাতে মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান করে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ। এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের কথা থাকলেও পরে তার পরিবর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেন। এর আগে চীনের উদ্যোগে বেজিং ও নিউইয়র্কে জাতিসংঘে ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতি উন্নতি হলে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার উদ্যোগ নেবে বলে তারা চীনকে জানিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আরও ২০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ॥ এদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে আরও প্রায় ২০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে রোহিঙ্গাদের সহায়তার জন্য আয়োজিত এক আন্তর্জাতিক ভার্চুয়াল দাতা সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। দাতা সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এই সম্মেলনের লক্ষ্য ছিল বিপুলসংখ্যক শরণার্থী গ্রহণ করার ফলে সৃষ্ট চাপ প্রশমনে সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানো।
×