ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২১:৩০, ২৩ অক্টোবর ২০২০

জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ অক্টোবর ॥ ইসলামপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে খালের পানিতে ডুবে আবু বক্কর নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় তাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের জারুলতলা গ্রামের তাজুল ইসলামের আড়াই বছর বয়সের ছেলে আবু বক্কর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সবার অগোচরে বাড়ির পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপায় সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের পূর্ব চরবিশ্বাস চরের ধানা কাটা নিয়ে সংঘর্ষে আহতদের মধ্যে কৃষক কাশেম মৃধা (৫০) বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাশেম মৃধা ওই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মৃত আজাহার মৃধার ছেলে। কাশেম মৃধার ছেলে সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২) ও সোলায়মান (২৩) চিকিৎসাধীন রয়েছেন।
×