ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে ফোয়াব’র সমঝোতা স্মারক

প্রকাশিত: ০০:৫৮, ২২ অক্টোবর ২০২০

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে ফোয়াব’র সমঝোতা স্মারক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে ফিসফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ’র (ফোয়াব) মৎস্য ও প্রাণিজ সম্পদ বিষয়ে গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক মঙ্গলবার স্বাক্ষরিত হয়েছে। ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের পক্ষে চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিয়ামুল নাসের এবং ফিসফার্ম ওনার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ’র (ফোয়াব) পক্ষে সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশের মৎস্য চাষ বিষয়ে বিরাজমান সমস্যা সমাধানে উভয়পক্ষ যৌথভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, মৎস্য খাত বাংলাদেশের প্রধান প্রাণিজ প্রোটিনের জোগান, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। -বিজ্ঞপ্তি
×