ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্য প্রদানের দাবি

প্রকাশিত: ২০:৩২, ১৯ অক্টোবর ২০২০

অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্য প্রদানের দাবি

নিজস্ব সংবাদাতা, নাটোর, ১৮ অক্টোবর ॥ নাটোর শহরের সড়ক প্রশস্তকরণের জন্য ৫৫ শতাংশ অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অধিগ্রহণকৃত ভূমির মালিকরা। রবিবার সকালে শহরের আলাইপুর এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন বাবু। লিখিত বক্তব্যে বলা হয়, ভূমি অধিগ্রহণ বিদ্যমান আইনে অধিগ্রহণের ৩ গুণ বেশি মূল্য প্রদানের বিধান রয়েছে। যা বাস্তবতার এবং পারিপার্শ্বিকতার সঙ্গে মিল নেই। তারা দাবি করেন, সরকারী আইনে অধিগ্রহণের ক্ষেত্রে ৩ গুণ এবং ব্যক্তি পর্যায়ে ৪ গুণ মূল্যে অধিগ্রহণ করার সুযোগ রয়েছে। সুতরাং অধিগ্রহণকৃত জমির পেছনে ৪ গুণ মূল্যে ভুমি অধিগ্রহণ করে আমাদের দেয়া হোক। সংবাদ সম্মেলনে বলা হয়, নিচাবাজার প্রধান মোড় এবং স্টেশন রোডের কোন জায়গা একই মূল্য হতে পারেনা। ভূমি অধিগ্রহণের অনেক পূর্বে নিচাবাজার থেকে আলাইপুর এলাকায় দুটি জায়গা বিক্রি হয়েছে। যার একটির মূল্য ৫৫ লাখ ৪৫ হাজার টাকা এবং অপরটির মূল্য প্রতি শতাংশ ২৬ লাখ ৬৬ হাজার টাকা। তারা বলেন, বাণিজ্যিক এলাকায় গুরুত্বপূর্ণ জায়গার মূল্য সরকার নির্ধারিত ৩ গুণ বেশি মূল্যের চেয়ে অনেক বেশি। এমতাবস্থায় ভূমির ন্যায্যমূল্য নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি জানান তারা।
×