ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছয় জেলের কারাদন্ড

প্রকাশিত: ২০:৩০, ১৯ অক্টোবর ২০২০

ছয় জেলের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১৮ অক্টোবর ॥ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাল ফেলে মা ইলিশ শিকারের অপরাধে ইমরান, ইব্রাহিম, রাশেদ, রামিজ, হাবিবুর ও মাসুদ রানা নামের ৬ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ মিটার টোনাজাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জেলেকে ১ সপ্তাহ করে কারাদন্ড দেয়া হয় এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। রবিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, আটকদের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল- মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ জেলেকে ১ সপ্তাহ করে কারাদন্ড প্রদান করেন এবং জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়।
×