ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাহরাইনের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক শুরু

প্রকাশিত: ২০:০৩, ১৯ অক্টোবর ২০২০

বাহরাইনের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক শুরু

বাহরাইনের সঙ্গে রবিবার থেকে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে। মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে এ সম্পর্ক শুরু হয় বলে জানিয়েছেন ইসরাইলের এক কর্মকর্তা। এর আগে গত মাসে দু’দেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায়। এএফপি। মানামায় ইসরাইলের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, সফররত ইসরাইলী প্রতিনিধি দল ও বাহরাইনের কর্মকর্তারা একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে উভয় দেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এদিকে ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে উপসাগরীয় এ চুক্তির নিন্দা করে একে পেছন থেকে ছুরি মারা হিসেবে উল্লেখ করেছে।
×