ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল অনলাইন এয়ার রাইফেল শূটিং

প্রকাশিত: ২০:৩০, ১৬ অক্টোবর ২০২০

শেখ রাসেল অনলাইন এয়ার রাইফেল শূটিং

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬৫তম জন্মদিন উপলক্ষ্যে আগামী রবিবার বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজন করছে `শেখ রাসেল ইন্টারন্যাশাল এয়ার রাইফেল টুর্নামেন্ট।‘ করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় প্রতিযোগিতা হবে অনলাইনে। এ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শূটিং ফেডারেশনেরে মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। গুলশান শূটিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের এ্যাডহক কমিটির কোষাধ্যক্ষ দৌলতজামান ও সদস্য ফয়সাল আহসানউল্লাহ। বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তন ও কোরিয়ার দুজনের জুটি (একজন পুরুষ ও একজন নারী) শূটার টুর্নামেন্টে অংশ নেবে। পুরুষ বিভাগে ইতোমধ্যে বাংলাদেশ থেকে আবদুল্লাহ হেল বাকী বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার প্রতিযোগীদের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা এবং ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি মেজর জেনারেল আতাউল হাাকিম সারোয়ার হাসান। শীর্ষ তিন জুটি এক হাজার, সাতশত ও পাচশত মার্কিন ডলারের প্রাইজমনি পাবে।
×