ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশুর জ্বরজনিত খিঁচুনি

প্রকাশিত: ২৩:০৭, ৮ অক্টোবর ২০২০

শিশুর জ্বরজনিত খিঁচুনি

* ৩% বাচ্চা জ্বরজনিত খিঁচুনিতে ভুগে থাকে। * ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে এ রোগ হয়ে থাকে। * খিঁচুনির মেয়াদ ৩ থেকে ৫ মিনিট। তারপর নিজে থেকে থেমে যায়। * সারা হাত-পা ধরে খিঁচুনি হয়ে থাকে। * খিঁচুনির পর কোন প্রভাব আর থাকে না। * ইতিহাস ঘাটলে দেখা যাবে বাচ্চার বাবা বা মার কারোর মধ্যে এই রোগ ছিল। কিংবা কাজিনদের মধ্যে আছে। * যখন খিঁচুনি হয় তখন আশপাশের লোকজন খুব ভয় পেয়ে যায়। ভাবে, তাদের বাচ্চা বুঝি মারা যাচ্ছে। * নিয়ম হলো ভয় না পেয়ে- * বাচ্চাকে কাত করে শুইয়ে দিন। * কুসুমগরম পানি দিয়ে গা মোছাতে থাকুন। * প্যারাসিটামল সাপোজিটরি মলদ্বার দিয়ে দিন। * খিঁচুনি এমনি থেমে যাবে। * যদি না থামে, তা হলে মলদ্বার দিয়ে ডায়াজিপাম সাপোজিটরি দিয়ে দিন। * পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×