ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব

প্রকাশিত: ১৪:২৪, ৪ অক্টোবর ২০২০

কুয়েত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রবিবার তারা কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কুয়েতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ও সচিব। তারা নতুন আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের আগামী ৬ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ গত ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ তার ভাই।
×