ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রকাশনী থেকে বাংলাদেশী কবির বই

প্রকাশিত: ০১:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২০

আন্তর্জাতিক প্রকাশনী থেকে বাংলাদেশী কবির বই

সংস্কৃতি ডেস্ক ॥ আমেরিকার বিশ্বখ্যাত ‘বার্নস এ্যান্ড নোবেল প্রেস’ থেকে প্রকাশিত হয়েছে কবি রাজুব ভৌমিক ও আসমাউল হুসনার যুগল কবিতাগ্রন্থ ‘খড়াব, খরভব ্ ধষষ ঃযধঃ’। বইটির মূল্য রাখা হয়েছে ১০ মার্কিন ডলার। বইটি সম্পর্কে আসমাউল বলেন, ‘ছোটোবেলা থেকেই আমি বর্ণিল স্বপ্ন নিয়ে বড় হয়েছি। আমার একটি স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। আমার প্রথম কাব্য প্রকাশিত হয়েছে।’ রাজুব জানান, ‘এই বইটিতে মোট ১০৪টি কবিতা রয়েছে যা প্রেম এবং জীবনের উভয় দিককে আবিষ্কার করে। শুরু থেকে শেষ অবধি বইটির কিছু কবিতা আপনাকে গভীরভাবে সান্ত¡না এবং বৌদ্ধিক উদ্দীপনা দেবে।’ এই গ্রন্থে আছে প্রেম, জীবনযাত্রা, আশা, সংগ্রাম, জীবনঘনিষ্ঠ শিল্প ও মননঋদ্ধ কবিতা। এই কবিতাগুলো শব্দের সঙ্গে সুগন্ধ ছড়ায় এবং চিত্র তৈরি করে, যা বাস্তবতার চেয়ে বেশি আকর্ষণীয়। প্রত্যাশা করা যায়, কাব্যটি পাঠক হৃদয়ে উপলব্ধি ও লেখনীর সৌরভ ছড়িয়ে দেবে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ‘বার্নস এ্যান্ড নোবেল আমেরিকা’ ভিত্তিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা। এটি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৬২৭টি নিজস্ব শো-রুমসহ পৃথিবীর অন্যতম বৃহত্তম বইয়ের চেইন বিপণী ‘বার্নস এ্যান্ড নোবেল প্রেস’ ।
×