ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএল

হায়দরাবাদকে সহজে হারাল কলকাতা

প্রকাশিত: ০০:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০

হায়দরাবাদকে সহজে হারাল কলকাতা

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা ৭ উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদকে। খবর ক্রিকইনফোর। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি বলিউড বাদশা শাহরুখ খানের দলকে। গিলের হার না মানা ৭০ এবং মরগ্যানের অপরাজিত ৪২ রানে ভর করেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৮ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৪৫ রান করে তারা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২৪ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয় সানরাইজার্সের উদ্বোধনী জুটি। ১০ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন জনি বেয়ারস্টো। এরপর ৩০ বলে ৩৬ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। মানিশ পান্ডে ৩৮ বলে করেন ৫১ রান। তিন বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন দুটি। ৩১ বল খেলে ৩০ রান করে রানআউট হন ঋদ্ধিমান সাহা। এরপর ৮ বলে ১১ রান নিয়ে মোহাম্মদ নবি এবং ৩ বলে ২ রান নিয়ে অভিষেক শর্মা অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার পক্ষে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও বরুন চক্রবর্তী। সংক্ষিপ্তি স্কোর : সানরাইজার্স হায়দরাবাদ : ২০ ওভারে ১৪২/৪ (পান্ডে ৫১, ওয়ার্নার ৩৬, ঋদ্ধিমান ৩০; ক্যামিন্স ১/১৯, বরুন ১/২৫) কলকাতা নাইট রাইডার্স : ১৮ ওভারে ১৪৫/৩ (গিল ৭০*, মরগ্যান ৪২*, রানা ২৬; রশিদ ১/২৫) ফল : ৭ উইকেটে জয়ী কলকাতা
×