ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের পাসপোর্ট

সৌদি আরবকে পাল্টা পরামর্শ বাংলাদেশের

প্রকাশিত: ২২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

সৌদি আরবকে পাল্টা পরামর্শ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট দেয়ার চাপ থাকলেও সৌদি আরবকে পাল্টা পরামর্শ দিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ৫৪ হাজার রোহিঙ্গার পাসপোর্টের বিষয়ে সৌদি সরকারকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়ার কথা উল্লেখ করে বৃহস্পতিবার তিনি বলেন, আমরা বলেছি, তোমরা বরং মিয়ানমারকে আগে বলো। সৌদি আরব জানে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। স্বাভাবিকভাবে আমরা তাদের বলেছি- তোমরা মিয়ানমারকে আগে বলো। পররাষ্ট্রমন্ত্রী চলমান এই সঙ্কটের বিষয়ে বলেন, ৩০-৪০ বছর আগে তৎকালীন সৌদি বাদশা ঘোষণা করেন, রোহিঙ্গাদের তিনি তার দেশে আশ্রয় দেবেন। অনেক রোহিঙ্গা তখন সৌদি আরবে যায়। কিন্তু তাদের কোন পাসপোর্ট নেই। এখন সৌদি আরব বলছে, তাদের দেশে তারা কোন রাষ্ট্রহীন ব্যক্তিকে রাখে না। তারা বলছে, রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশ থেকে এসেছে। এ কারণে বাংলাদেশকে ওইসব রোহিঙ্গার পাসপোর্ট দিতে বলে তারা। আমরা বলেছি যে, আগে কখনও ওদের পাসপোর্ট দেয়া হয়েছে এবং তারা যদি এমন প্রমাণাদি দেখাতে পারে যে, তারা কখনও বাংলাদেশে ছিল কেবল তাহলেই তাদের পাসপোর্ট ইস্যু করব। সৌদি আরব বলেছে, পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে, তাদের আমরা বিতাড়িত করব। যেহেতু আমরা কোন স্টেটলেস লোক রাখি না, সেজন্য তাদের পাসপোর্ট দরকার। এ অবস্থায় আমাদের আলোচনা হচ্ছে। রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সৌদি থেকে অন্য বাংলাদেশীদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, দুষ্টু প্রকৃতির লোক সব জায়গায় আছে। লোয়ার লেভেলের লোকেরা উস্কানি দেয়। সাত বছর পর বাংলাদেশ থেকে লোক যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো অসন্তুষ্ট। তারা বিভিন্ন ধরনের চেষ্টা চরিতার্থ চালিয়ে যাচ্ছে।
×