ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলছে পর্দা, জ্বলছে আলো- এক সন্ধ্যায় দুই নাটক

প্রকাশিত: ২২:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২০

খুলছে পর্দা, জ্বলছে আলো- এক সন্ধ্যায় দুই নাটক

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ বিরতির পর আস্তে আস্তে খুলতে শুরু করেছে ঢাকার থিয়েটার অঙ্গনের দরজা। মঞ্চে জ্বলে উঠেছে আলো। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দল ধীরে ধীরে শুরু করেছে নাট্যায়োজন। রাজধানীর কাঁটাবনে প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে চলছে ‘অবসাদ বিরুদ্ধ ¯্রােত’ স্লোগানে মাসব্যাপী মহলা মগন উঠান নাট্যমেলা। এই আয়োজনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় মঞ্চায়ন হবে দলীয় প্রযোজনা ‘হান্ড্রেড বাই হান্ড্রেড’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। শুক্র ও শনিবার একই সময়ে নাটকের দুটি প্রদর্শনী হবে। অন্যদিকে দীর্ঘ ৬ মাসের মঞ্চ নীরবতা ভেঙ্গে প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘আওরঙ্গজেব’ নাটকের ৪৫তম মঞ্চায়ন হবে নাটক সরণি বেইলি রোড মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায়। নাটকটি রচনা করেছেন মোহিত চট্টোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। দীর্ঘ বিরতির পর মঞ্চে দলীয় প্রযোজনা নিয়ে হাজির হওয়া সম্পর্কে নাটকটির নির্দেশক অনন্ত হিরা ফেসবুক পেজে লেখেন- ‘একজন বাবা হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার দিনটি আমার কাছে বিশেষ ভাবে ‘বিশেষ’। আর ওই দিনের ‘আওরঙ্গজেব’ নাটকের প্রদর্শনীটি আরও বিশেষ। নাট্যকার, নির্দেশক, অভিনেতা বা সংগঠক হিসেবেও নয়, শুধুই একজন বাবা হিসেবে। আমার শোনিতপ্রবাহ প্রকৃতি শিকদার তার আড়াই বছর বয়সে ‘লোকনায়ক’ নাটকে প্রথম মঞ্চে ওঠে। যে বেড়ে উঠেছে রিহার্সেল রুম, মেকআপ রুম আর উইংসের আড়ালে বসে নিয়মিত নাটক দেখে দেখে। এখন সে দলের ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘কনডেমড সেল’ ও ‘হাছনজানের রাজা’ নাটক গুলোতে নিয়মিত অভিনয় করলেও মঞ্চে তাকে কখনো সরাসরি আমার কো-আর্টিস্ট হিসেবে পাইনি। আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সে ‘আওরঙ্গজেব’ নাটকে আওরঙ্গজেব-কন্যা জিনাত আরা চরিত্রে মহিলা সমিতি মঞ্চে দাঁড়াবে এবং লড়বে আমার সহ-অভিনেতা হিসেবে আমারই সঙ্গে। সকলের দোয়া, আশীর্বাদ, আর শুভকামনায় তার শিল্পজীবন আনন্দময় হোক’। নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, রিগ্যান রতœ, সবুক্তগীন শুভ, বিপ্লব, প্রকৃতিসহ আরো অনেকে।
×