ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জানলা রাখি খুলে

প্রকাশিত: ২২:২৩, ১২ সেপ্টেম্বর ২০২০

জানলা রাখি খুলে

জানলা খুলে আমি যখন চুপটি করে থাকি, ভাব জমাতে আসে তখন একটি দোয়েল পাখি। লেজ দুলিয়ে নাচতে থাকে গাছের ডালে থেকে হাওয়াতে সে ডিগবাজি খায় যায় আমাকে দেখে। খানিক পরে হলুদরাঙা আসে প্রজাপতি বুনো ফুলে বসে থেকে যায় ছড়িয়ে জ্যোতি! বাতাসে কান পেতে শুনি কত না সুর ভাসে জানলা খোলা আমার কাছে রোদের চিঠি আসে। আকাশ দেখি ওই আকাশে কত না মেঘ-পাখি মেঘ-পাখিরা দেয় পাঠিয়ে হাওয়ার কাছে রাখি। মেঘ ভেসে যায় মেঘের দেশে আহা কী তুলতুলে মেঘের রাখির জন্য আমি জানলা রাখি খুলে।
×