ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঝুট ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে শোকজ

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী।।

প্রকাশিত: ০৮:১২, ১ জুলাই ২০২৫; আপডেট: ০৮:১৬, ১ জুলাই ২০২৫

ঝুট ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে শোকজ

ছবি: জনকণ্ঠ

টঙ্গীতে ঝুটের ব্যবসার দখল-দ্বন্দ্বে দখল-বেদখল নিয়ে বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও আহতের ঘটনায় বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে থানায় মামলা করায় মামলার বাদী টঙ্গী ৫০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কাজী হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন স্থানীয় বিএনপির শীর্ষ কর্মকর্তাগণ। কারণ দর্শানোর নোটিশে কেন মামলার বাদীকে বহিষ্কার করা হবে না মর্মে ৩ দিনের সময় বেঁধে দিয়েছে দলটির স্থানীয় নেতৃত্ব।

টঙ্গীর গাজীপুরায় স্যাটার্ন টেক্সটাইল কারখানার ঝুটের মালামাল নিয়ে দখল-বেদখল দ্বন্দ্বে কয়েক দিন ধরে চলা বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে আহতের ঘটনায় বিএনপির ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও শতাধিক অজ্ঞাতনামা বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন গাজীপুর মহানগর টঙ্গী ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হুমায়ুন কাজী।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন কর্তৃক আদিষ্ট হয়ে পূর্ব থানার দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী কারণ দর্শানোর নোটিশটি জারি করেন। সোমবার (৩০ জুন) রাতে জারি করা কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে টঙ্গী থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি জনকণ্ঠকে বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করায় গাজীপুর মহানগর টঙ্গী ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কাজীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, টঙ্গী পূর্ব মেট্রো থানা, গাজীপুর মহানগর থেকে প্রেরিত

তারিখ: ৩০/০৬/২০২৫
প্রাপক: মোঃ কাজী হুমায়ুন কবির
সাধারণ সম্পাদক, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি।

আপনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, দলীয় শৃঙ্খলা বিনষ্ট ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কারণ দর্শানোর নোটিশ।

আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫ই আগস্ট পরবর্তীতে বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে নৈরাজ্য সৃষ্টি এবং পতিত আওয়ামী লীগের সাবেক নেতাদের অনৈতিক সুবিধা প্রদান, ব্যবসা-বাণিজ্য রক্ষণাবেক্ষণ ও তাদের যোগসাজশে আপনার দলীয় ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। ইতিমধ্যে আপনি দিলশান আরা বেগম (বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সভাপতি, গাজীপুর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা) এর যোগসাজশে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দলীয় নেতাকর্মীদের নামে বাদী হয়ে মামলা দিয়েছেন, যা সংগঠনবিরোধী, ষড়যন্ত্রমূলক ও অত্যন্ত দুঃখজনক তো বটেই।

ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির দায়িত্বশীল পদে থেকে উল্লিখিত ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য আপনি আপনার সিনিয়র নেতৃবৃন্দের সহায়তা না নিয়ে বা অবগত না করে “ফ্যাসিস্ট হাসিনার সহযোগী” ছাত্র হত্যাকারী মামলার একাধিক আসামি দিলশান আরা বেগম ও তার দোসরদের যোগসাজশে নিজ দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করেছেন, যার দায় আপনি এড়াতে পারেন না।

উক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য আগামী ৩ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে উপযুক্ত কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে দলীয় বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোটিশ প্রদানকারী:
মোঃ মিজানুর রহমান বেপারী
দপ্তর সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি।

মুমু ২

×