ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানের শাস্তি দাবি

প্রকাশিত: ২১:১৪, ৬ সেপ্টেম্বর ২০২০

চেয়ারম্যানের শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ সেপ্টেম্বর ॥ টুঙ্গিপাড়ায় কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ার নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অভ্যন্তরীণ সড়কের ওপর দাঁড়িয়ে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ডাবলু সিকদার, অভিভাবক-সদস্য আবুল ফজল, দুলাল গাজী, সহকারী শিক্ষক রঞ্জিত কুমার বিশ্বাস, মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান ও ললিতা রানী গাইন, অভিভাবক নাসিরউদ্দীন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ রেজা ও প্রাইমারি স্কুলের সাবেক সভাপতি লিপন সিকদার এবং ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিদ্যালয়ের নিজস্ব জায়গায় শিক্ষার্থীদের জন্য সাইকেল-গ্যারেজ নির্মাণ কাজ শুরু করলে ইউপি-চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার তাতে বাধা দেন এবং প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
×