ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলনে বক্তাগণ

আদিবাসীদের জীবন ক্রমেই পরিণত হচ্ছে ভূমিহীনে

প্রকাশিত: ২১:৩৫, ১ সেপ্টেম্বর ২০২০

আদিবাসীদের জীবন ক্রমেই পরিণত হচ্ছে ভূমিহীনে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নানা কারণে দেশের আদিবাসীদের জীবন সঙ্কটাপন্ন ও তাদের মানবাধিকার পরিস্থিতি ক্রমাগতভাবে অবনতি ঘটছে। ভূমি সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। এক শ্রেণীর ভূমিদস্যু ও সন্ত্রাসীরা বিভিন্ন সময় আদিবাসীদের অত্যাচার, ভূমি থেকে উচ্ছেদ, জাল দলিল, হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ, মিথ্যা মামলা, লুটপাট জবর দখল, দেশত্যাগে বাধ্য করাসহ নানা নির্যাতন চালাচ্ছে। তারা ক্রমেই তারা সর্বস্বান্ত ও ভূমিহীনে পরিণত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সোমবার রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য তুলে ধরা হয়। মহানগরীর আলুপট্টির মুক্তিযুদ্ধ পাঠাগারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আদিবাসীদের জীবনের সঙ্কট এবং তাদের মানবাধিকার পরিস্থিতির ওপর মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ^াস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মু-া, সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান উপস্থিত ছিলেন। সম্মেলনে আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীরা এখন আরও অসহায় হয়ে পড়ছে। অতীতে ঘটে যাওয়া এবং সাম্প্রতিক সময়ের কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সদর নাচোল উপজেলায় টংপাড়া আদিবাসী পল্লিতে ক্রমাগতভাবে এলাকার ভূমি সন্ত্রাসী তরিকুল ইসলাম আদিবাসী নির্যাতন, ভূমি দখল ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছে। একই সংবাদ সম্মেলন থেকে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির আয়োজনে ৩ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মিছিল ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়।
×