ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এই অর্জন দেশের ফুটবলের: তৈয়ব হাসান

প্রকাশিত: ২০:১৩, ২৯ আগস্ট ২০২০

এই অর্জন দেশের ফুটবলের: তৈয়ব হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ জার্সি নিলাম করে করোনা সাহয্যে এগিয়ে আসায়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তা আনন্দের। তবে এই অর্জন ব্যাক্তিগত নয়, বরং দেশের ফুটবল পরিবারের। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। তিনি বলেন সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি এই কাজ করেছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে। এই চিঠি আপনাকে গর্বিত করবে! এই চিঠি অনুপ্রেরনা যোগাবে, উৎসাহ দেবে ভালো কাজে। কেন বলছি এভাবে! ভালো ভাবে লক্ষ করুন প্রত্রটির প্রেরক এবং প্রাপ্রকের ঠিকানায়। জবাবটা পেয়ে যাবেন নিজ থেকেই। ভালো কাজ তো অনেকেই করেন। এ জন্য অনেকেরই মেলে নিদারুন স্বীকৃতি। অবশ্য যারা ভালো করার জন্য কিছু করেন তারা স্বীকৃতির ধার ধারেন না। আপন মনে পালন করে যান নিজের দায়িত্বটুক। তৈয়ব হাসান তাদেরই দলে। আর তাই ফিফা স্বভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অভিনন্দন তিনি নিচ্ছেন খুব স্বাভাবিক ভাবেই। তীব্র দায়িত্ববোধের জায়গা থেকেই নিজের ১৮ বছরের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জনটা নিলামে তুলেছিলেন তৈয়ব। সাড়াও পেয়েছেন বেশ। তবে এর কোন অংশই নিজের জন্য নয়। বরং পুরোটাই তুলে দিচ্ছেন দেশের করনোয় বিপর্যস্তদের জন্য। ২০১৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন তৈয়ব হাসান। গেল ৯ মে সেই জার্সিটাই নিলামে তোলেন তিনি। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি সেটা কিনে নেন ৫ লাখ ৫৫ হাজার টাকায়।
×