ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ কিশোর শ্যোন এ্যারেস্ট

প্রকাশিত: ২৩:১১, ১৮ আগস্ট ২০২০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৮ কিশোর শ্যোন এ্যারেস্ট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে ৩ কিশোর হত্যা ও ১৫ জনকে আহতের ঘটনায় বন্দী ৮ কিশোরকে শ্যোন এ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক রোকিবুজ্জামান বন্দী থাকা ৮ কিশোরকে (গ্রেফতার) শ্যোন এ্যারেস্টের জন্য রবিবার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তারা হলেনÑ চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটারের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান এবং কুড়িগ্রামের রিফাত আহমেদ রিফাত। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ৩ সদস্যবিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করেছে তারাও যশোরে কাজ শুরু করেছে। এই টিমের প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল লাইছ জানান, তারা ঘটনার ব্যাপারে জানতে কারাগারে আটক শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ জন্য তারা সোমবার আদালতে আবেদন করেছেন। আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করা হবে। গত বৃহস্পতিবার এই ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং বলেন যে, কেন্দ্রের শিশু কিশোরদের দু’টি গ্রুপের মধ্যে মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটে। কিন্তু পরে আহত কিশোরদের বক্তব্য ও পুলিশের তদন্তে স্পষ্ট হতে থাকে যে কর্মকর্তা-কর্মচারীদের নির্দয় মারপিটের কারণেই তিন কিশোর নিহত ও ১৫ কিশোর আহত হয়। পরে নিহত কিশোর রাব্বির পিতা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ ৫ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে।
×