ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৩, ১৬ আগস্ট ২০২০

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার উপসর্গ জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে বিএনপি নেতাসহ চারজন, বরিশালে মুজিববাহিনীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মাঝি, নারায়ণগঞ্জে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বাগেরহাটে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে সাতক্ষীরায় তিন চিকিৎসকসহ ৩৬ জন, বাগেরহাটে ৩২ জন, বরিশালে ৩৩, গাইবান্ধায় ১৩ ও নওগাঁয় দুজন। শুক্রবার রাত ও শনিবার এসব তথ্য পাওয়া গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হাসপাতালের আইসোলশেনে ও আইসিইউতে তারা মারা যান। করোনায় মারা যাওয়া ওই বৃদ্ধার নাম আন্না রানী রায় (৬৮)। তিনি তালা উপজেলার কুমিরা গ্রামের লাবণ্য কুমার রায়ের স্ত্রী। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আনছার আলী গাজী (৬১)। তিনি আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত আছের আলী গাজীর ছেলে। এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে তিন চিকিৎসক, এক সাংবাদিক ও এক স্বাস্থ্যকর্মীসহ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
×