ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি বিএনপির

প্রকাশিত: ০০:১৯, ১৩ আগস্ট ২০২০

বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী গোরস্তানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের ৫১তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকে একটি অপরাধ মনে করি। এই বিচার বহির্ভূত হত্যা বন্ধের একমাত্র উপায় জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। জনগণের ভোটে নির্বাচিত নয় এমন অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে জনগণের প্রতি ওই সরকারের কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে না। এর ফলে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটতেই থাকে। কোকোর কবর জিয়ারত করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ক’জন নেতাকর্মীকে প্রবেশ করতে দিলেও সামাজিক নিরাপত্তার কথা বলে পরে সেখানে যাওয়া বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও কিছু নেতাকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে তারা কবরস্থানের বাইরে দাঁড়িয়েই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন। খালেদা জিয়ার ছেলে কোকোর জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বনানী কবরস্থানে কবর জিয়ারত করতে যান বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এ সময় বনানী কবরস্থানের সামনে অবস্থান করা পুলিশ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তার কথা বলে এত নেতাকর্মীকে একসঙ্গে সেখানে প্রবেশে বাধা দেন। পরে পুলিশকে অনুরোধ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ আরও ক’জন নেতাকর্মী ফুল নিয়ে সমাধিস্থলে প্রবেশের অনুমতি পান।
×