ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পলিটেকনিক শিক্ষা কোর্সে বিতর্কিত ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাহার দাবিতে কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০০:২৯, ৯ আগস্ট ২০২০

পলিটেকনিক শিক্ষা কোর্সে বিতর্কিত ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাহার দাবিতে কর্মসূচী ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে কোন বয়স্ক শিক্ষার্থী ভর্তির সুযোগ রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রত্যাহার ও ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির দাবিতে মাসব্যাপী যৌথ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, টিএসসি শিক্ষক সমিতি, বাংলাদেশ কারিগরি ছাত্রপরিষদ। শনিবার কাকরাইলে আইডিইবি ভবনে সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান খানের সভাপতিত্বে যৌথসভা থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচীর মধ্যে ১১ আগস্ট আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনীতিতে প্রযুক্তি ভাবনা ও কাক্সিক্ষত সোনার বাংলা’ শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠান, ১৪ আগস্ট আইডিইবির উদ্যোগে সৃষ্ট সঙ্কট নিয়ে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকদের সঙ্গে আলোচনা, ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত আইডিইবির সকল জেলা শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর রাজনীতিতে প্রযুক্তি ভাবনা ও কাক্সিক্ষত সোনার বাংলা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১০ থেকে ৩০ আগস্ট ৫টি সংগঠনের উদ্যোগে সকল পলিটেকনিকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ ও পলিটেকনিক ছাত্র শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আগামীদিনের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ, ১০ থেকে ৩০ আগস্ট ৫টি সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সংস্থার দফতর/এ্যাসোসিয়েশনের দফতরে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ ও মতবিনিময়-প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তী আন্দোলনের প্রস্তুতি গ্রহণ, ১০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ৫টি সংগঠনের উদ্যোগে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। -বিজ্ঞপ্তি
×