ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভূমিদস্যুদের হামলায় আহত মহেশখালীর বন কর্মকর্তা মারা গেছেন

প্রকাশিত: ১৩:০৬, ৬ আগস্ট ২০২০

ভূমিদস্যুদের হামলায় আহত মহেশখালীর বন কর্মকর্তা মারা গেছেন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর কোরুনতলীতে ভূমিদস্যুদের হামলায় আহত বন কর্মকর্তা ইউসুফ উদ্দিন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ইমদাদুল হক জানান, ইউসুফ উদ্দিন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ছিলেন। গত ৩০ জুলাই মহেশখালীর কেরুনতলি করইবুনিয়ায় সংরক্ষিত বনভূমির অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হন তিনি। তাকে গুরুতর অবস্থায় ১ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন। বন দস্যুচক্রের হামলায় ইউসুফ উদ্দিন (৩০) ছাড়াও কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির, বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ আরও কয়েকজন বন কর্মকর্মী আহত হন। এ ঘটনায় মহেশখালী থানা মামলা হয়েছে।
×