ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ট্রলার ডুবে ১৭ যাত্রী নিহত

প্রকাশিত: ১৫:৩৮, ৫ আগস্ট ২০২০

নেত্রকোনায় ট্রলার ডুবে ১৭ যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাদা, নেত্রকোনা ॥ জেলার মদন উপজেলার রাজালিকান্দা হাওড়ে ট্রলার ডুবে কমপক্ষে ১৭ যাত্রী মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও দুই জন। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক বলে জানা গেছে। জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা বুধবার মদনের উচিতপুর এলাকায় হাওড়ে ভ্রমণে আসে। তারা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়। মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার বেলা ২টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থল থেকে জানান, তখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আরও দুই জন নিখোঁজ রয়েছেন। তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের সম্পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া ট্রলারটি কি কারণে ডুবে গেছে তা-ও জানা যায়নি।
×