ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্লাইট মিস করায় পুরো টুর্নামেন্টই শেষ!

প্রকাশিত: ১৯:১০, ২৯ জুলাই ২০২০

ফ্লাইট মিস করায় পুরো টুর্নামেন্টই শেষ!

স্পোর্টস রিপোর্টার ॥ নির্ধারিত ফ্লাইট ধরতে না পারায় এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে খেলা হচ্ছেনা দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটারের। তারা হচ্ছেন টপঅর্ডার ব্যাটসম্যান ভ্যান ডার ডুসেন, রাইলি রুশো, কলিন ইনগ্রাম, তাবরিজ শামসি ও নর্টজে। দক্ষিণ আফ্রিকা থেকে এবার সিপিএলে খেলতে পারবেন কেবল প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। করোনার আগ্রাসনে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন দেশে সফরে রয়েছে নিষেধাজ্ঞা। আর তাই লন্ডন থেকে সরাসরি উইন্ডিজের একটি ফ্লাইটের ব্যবস্থা করেছে সিপিএল কর্তৃপক্ষ। তবে নিজ দেশের ভিসা, সরকারের লিখিত অনুমতিপত্র যোগাড়সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে না পারায় সময়মতো লন্ডনে পৌঁছুতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ৫ ক্রিকেটার। আগস্টের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। তার আগে বিদেশী ক্রিকেটারদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই তো আগেভাগেই ক্রিকেটারদের নিয়ে যেতে ফ্লাইটের ব্যবস্থা করেছিল সিপিএল কর্তৃপক্ষ। তারপরও যেতে পারলো না প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে পারবেন ইমরান তাহির। পিএসএল খেলতে যাওয়ায় পাকিস্তানে ছিলেন এই ক্রিকেটার। এরপর করোনার আগ্রাসন শুরু হওয়ায় আর নিজ দেশে ফিরতে পারেননি এই লেগস্পিনার। সেটিই এবার শাপে বর হয়ে এলো তাহিরের জন্য। পাকিস্তান থেকে ছাড়পত্র নিয়ে তিনি সরাসরি চলে যাচ্ছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এদিকে, দক্ষিণ আফ্রিকায় থাকা ৫ ক্রিকেটারের সময়মতো ছাড়পত্র না মেলায়, আইপিএলে তাদের অংশগ্রহণ নিয়েও শঙ্কা জেগেছে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে দুবাইয়ে শুরু হবে এবারের আইপিএল। শেষ হবে ৮ নভেম্বর। আসরের কথা মাথায় রেখে এই সময়ে কোন আন্তর্জাতিক সিরিজ রাখেনি প্রোটিয়া ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত সরকারের অনুমতি না পেলে কিংবা যথাসময়ে ভিসা সহ অন্যান্য কাগজপত্র না পেলে, এই আসরেও হয়তো দেখা যাবেনা প্রোটিয়া ক্রিকেটারদেরকে।
×