ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাহেদকে খুলনায় র‌্যাবের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ২৩:১৮, ২৯ জুলাই ২০২০

সাহেদকে খুলনায় র‌্যাবের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ শুধু ঢাকায় নয়- নিজ জেলা সাতক্ষীরাতেও প্রতারণার মতো অপকর্মে জড়িত ছিল সাহেদ। ঢাকায় আসার আগে নিজ এলাকায়ও মানুষকে প্রতারণা করে ফাঁসানোর মতো অভিযোগ যে নিজেই স্বীকার করে। সাতক্ষীরায় দায়েরকৃত অস্ত্র মামলায় র‌্যাব-৬ খুলনার সদর দফতরে জিজ্ঞাসাবাদে এসব তথ্য ফাঁস করে সে। সে বর্তমানে ১০ দিনের রিমান্ডে রয়েছে খুলনায়। জানা গেছে- সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় ঢাকা থেকে খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে আনা হয়। এখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রবিবার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ জানান, সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে ঢাকা থেকে খুলনায় এনে র‌্যাব-৬ এর সদর দফতরে সোমবার রাত থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলায় জব্দ অস্ত্র ও গুলির তথ্য জানাসহ নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তা ছাড়া তদারকি অফিসার হিসেবে তিনি (বজলুর রশিদ) সাহেদকে জিজ্ঞাসাবাদ করছেন। রিমান্ড শেষে তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে। সাহেদ সুস্থই আছে বলে তিনি জানান।
×