ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর হস্তক্ষেপে শহীদ পর্তুগাল যাচ্ছেন

প্রকাশিত: ০১:১২, ২৮ জুলাই ২০২০

মন্ত্রীর হস্তক্ষেপে শহীদ পর্তুগাল যাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রবাসী কর্মী শহীদ আহমেদের পর্তুগালে কর্মস্থলে যাওয়া নিশ্চিত হয়েছে। আজ সকাল সাড়ে আটায় তিনি টার্কিশ এয়ারলাইন্সে পর্তুগালের উদ্দেশে রওনা হবেন। তার অনিশ্চিত যাত্রাকে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। শহীদের করোনা পরীক্ষার কোন সনদপত্র ছিল না। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ঘুরে ঘুরে আশাই ছেড়ে দিয়েছিলেন তার কর্মস্থলে যাওয়ার। পরে সাহস করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে এসএমএস দেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই এসএমএসের ওপর ভিত্তি করে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন। এতেই ভাগ্য খুলে যায় শহীদের। শহীদের সঙ্গে কথা হলে তিনি জনকণ্ঠকে জানান, আমি পর্তুগালে ‘আল এ্যাব্রো ডু’ কোম্পানিতে কাজ করি। ৬ বছর ধরে ওই কোম্পানিতেই চাকরি করে আসছি। করোনার মধ্যে ছুটিতে দেশে এসেছিলাম। আগামী ৩ আগস্ট আমার কাজে যোগ দিতে হবে। আমাকে যেতে হলে করোনা পরীক্ষার সনদপত্র লাগবে। আমি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে অনেক ঘুরেও করোনা পরীক্ষা করাতে পারিনি। পরে হতাশ হয়ে যাই। আমি মনে হয় আর পর্তুগালে যেতে পারব না। এমন সময় মনে হলো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আমাদের সিলেটের। শুনেছি, তিনি কর্মীবান্ধব, জনদরদী। তার ফোন নম্বর জোগাড় করে আমি তাকে এসএমএস দিয়ে আমার অবস্থার কথা জানাই।
×