ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যা পরিস্থিতি

কৃষি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশিত: ০০:২২, ২৩ জুলাই ২০২০

কৃষি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার ॥ চলতি মৌসুমে বন্যা পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্ত সকল দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার রাতে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মীনাক্ষী বর্মণ স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের। আদেশে বলা হয়েছে, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল/দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।’ গত সোমবার বন্যার ক্ষতি ও তা উত্তরণে করণীয় বিষয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, বন্যায় প্রাথমিকভাবে প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। পরিস্থিতির আর অবনতি না হলে কৃষি মন্ত্রণালয় যেসব কর্মসূচী নিয়েছে তাতে ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×