ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: ১৩:০৪, ২২ জুলাই ২০২০

টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। আজ বুধবার ভোরে হ্নীলার দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকা কেরনতলীতে এ ঘটনা ঘটে। নিহত রশিদ উল্লাহ (২৮) টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া সফিক উল্লাহর পুত্র। র‌্যাবের দাবি রশিদ উল্লাহ পাহাড়ে সক্রিয় ডাকাত খালেক গ্রুপের সদস্য। র‌্যাব জানায়, মঙ্গলবার দিবগত গভীর রাতে ওই এলাকায় অপরাধ সংঘটিত করতে ডাকাতদল অবস্থান নিয়েছে জানতে পেরে র‌্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় দেশীয় তৈরি ২টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।
×