ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ১৪:১৩, ১৪ জুলাই ২০২০

পটিয়ায় গ্রামীণ সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ সংস্কারের অভাবে চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ একটি সড়কের বেহাল অবস্থা হয়েছে। উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহাদাম পাড়া এলাকা দিয়ে গাড়ি চলাচল দূরে মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছেন না। যার ফলে এলাকার শতাধিক পরিবারের লোকজন চলাচলে দুর্ভোগ হচ্ছে। স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ মিয়া ও ইউপি সদস্য আকতার হোসেনকে জানিয়েছেন। সম্প্রতি বৃষ্টির পানি জমে থাকার কারণে কাদা মাটি নিয়ে এলাকার লোকজন চলাচল করতে দেখা যায়। গ্রামীণ এই সড়কের কিছু অংশ সংস্কার করা হলেও মূল পয়েন্টে সংস্কার না করার কারণে বর্তমানে রাস্তার এই পরিস্থিতি হয়েছে। জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহাদাম পাড়ার প্রায় শতাধিক পরিবার রয়েছে। তাদের বাড়িতে যাওয়া আসার একমাত্র রাস্তা এখন কাদা মাটিতে ভরপুর। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের সময় এলে জনপ্রতিনিধিদের তৎপরতা বেড়ে যায়। ভোট চলে গেলে এলাকার লোকজনের কথা তারা আর মনে রাখেন না। স্থানীয় আবু বক্কর জানিয়েছেন, বৃষ্টির পানি জমে থাকার কারণে তাদের এলাকার লোকজন দুর্ভোগের শিকার। গ্রামীণ এই সড়কটি সংস্কারের জন্য তৎকালীন ইউপি চেয়ারম্যান শামসুল আলমকে জানানো হলে তিনি রাস্তার সামান্য অংশ ব্রীক সলিং দিয়ে সংস্কার করে। রাস্তার বাকী অংশের কাজ না করার কারণে এই দুর্ভোগ। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ মিয়া জানিয়েছেন, হাইদগাঁও ইউপির মাহাদাম পাড়ার রাস্তাটি গুরুত্বপূর্ণ। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকার সংবাদ তিনি পেয়েছেন। ওই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ করা হবে।
×