ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিরল বন্দরকে দেশের এক নম্বর রেলবন্দরে রূপান্তরের কাজ করা হচ্ছে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৭, ৬ জুলাই ২০২০

বিরল বন্দরকে দেশের এক নম্বর রেলবন্দরে রূপান্তরের কাজ করা হচ্ছে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ রেলমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দিনাজপুরের বিরল বন্দরকে দেশের এক নম্বর রেলবন্দরে হিসেবে রূপান্তরের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিরল রেলবন্দরের ভারত থেকে আনা মালামাল খালাসের জন্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এখানে প্রধান রেল লাইনের পাশে আরও ৩/৪ টি রেল লাইন নির্মাণের কাজ চলছে। বিএনপির আমলে রেলকে সংকুচিত করে দেয়া হয়েছিল। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রেলকে পৃর্থক মন্ত্রণালয় করে ব্যাপক উরন্নয়ন ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সোমবার দুপুরে দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া রেল বন্দরের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরল তথা দিনাজপুরবাসীকে এই রেলবন্দরকে উপহার হিসেবে দিয়েছেন। এই বন্দর দিয়ে ভবিষ্যতে ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে। মংলা বন্দর থেকে ট্রেনযোগে কার্গোট্রেন এই বিরল নৌ-বন্দরে আসবে। ভবিষ্যতে এই বন্দর দিয়ে নেপালেও মালামাল পরিবহন করা হবে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×