ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বগুড়া ও যশোর উপনির্বাচন বর্জন বিএনপির

প্রকাশিত: ০০:৩৭, ৬ জুলাই ২০২০

বগুড়া ও যশোর উপনির্বাচন বর্জন বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের করোনা পরিস্থিতি ও উত্তরাঞ্চলে বন্যার কারণে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা মোঃ শায়রুল কবির খান এ তথ্য জানান। এক লিখিত বার্তায় তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব। আরও বলা হয়, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচনী তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সেজন্যে বিএনপি এ দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না। মহাসচিবের নির্দেশ মোতাবেক বার্তা পাঠিয়েছেন বলেও জানান শায়রুল কবির খান। শনিবার এক জরুরী বৈঠকে আসন দুটিতে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণের পুনঃতারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুই আসনেই করোনার কারণে গত ২১ মার্চ ভোট স্থগিত করেছিল ইসি। সে সময় পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় বৈধ প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারও চালান। ভোট হওয়ার কথা ছিল ২৯ মার্চ।
×