ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি পারাপারে অচলাবস্থা

প্রকাশিত: ১৮:৫৫, ৩ জুলাই ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি পারাপারে অচলাবস্থা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দিনে সীমিত আকারে ৮/৯টি ফেরি চলাচল করতে পারলেও দুর্ঘটনা এড়াতে রাতে বন্ধ থাকছে। ফলে জরুরী ও পণ্যবাহী পরিবহন পারাপার হতে না পেরে ঘাটে যানবাহনের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। এ কারণে জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মূল চ্যানেল ও বিকল্প চ্যানেলে নাব্য সংকটে ডুবোচর জেগে উঠছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে দিনের বেলা খুড়িয়ে খুড়িয়ে ফেরি চলাচল সচল থাকলেও সন্ধা হতেই বন্ধ হয়ে যাচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্ট ডুবোচরে বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প চ্যানেল চালু হলেও তীব্র স্রোত ও নাব্য সংকটে এ চ্যানেল দিয়েও ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও সন্ধার পর আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ম্যানেজার আনোয়ারুল ইসলাম বলেন, “নদীতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে উঠেছে। দিনের বেলা কয়েকটি ফেরি দিয়ে জরুরী যানবাহন পারাপার করা হলেও দুর্ঘটনা এড়াতে সন্ধা থেকে বন্ধ রাখা হয়েছে। নাব্য সংকট নিরসনে ৫টি ড্রেজার দিয়ে ড্রেজিং চলছে। বৃহস্পতিবার সন্ধা থেকে সারারাত ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ শুক্রবার ভোর থেকে ৩টি রোরো ও ৪টি কেটাইপসহ ৯টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে চলাচল করছে। পলি অপসারণে নদীর বিভিন্ন স্থানে ড্রেজিং চলছে। পরিস্থিতির উন্নতি না হলে সন্ধার পর থেকে আবার বন্ধ হয়ে যেতে পারে।”
×