ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিএনপি যখনই প্রতিবাদ করে তখনই ভয় দেখানো হয় ॥ রিজভী

প্রকাশিত: ২১:৪৮, ১ জুলাই ২০২০

বিএনপি যখনই প্রতিবাদ করে তখনই ভয় দেখানো হয় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ভয় দেখিয়ে বিএনপিকে অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রিজভী বলেন, বিএনপি দেশের জনগণের স্বার্থে কাজ করে। তাই জনগণের স্বার্থ পরিপন্থী কোন সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ জানায়। তবে বিএনপি যখনই সরকারের কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখনই ভয় দেখানো হয়। এভাবে আর কত ভয় দেখাবে? আর কত বিরোধী দল ও বিরোধী মতের ওপর নির্যাতন করে মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেয়ার হুমকি দেবে। আমরা কোন হুমকি-ধমকিকে ভয় পাই না। আমরা রাজপথে অন্যায়ের প্রতিবাদ করছি ভবিষ্যতেও প্রতিবাদ করেই যাব। বিদ্যুত ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি সংক্রান্ত জাতীয় সংসদে বিল পাস হওয়া প্রসঙ্গে রিজভী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও ভৌতিক বিল আসছে। এই বিল পরিশোধ মানুষের আর্থিক ক্ষমতার বাইরে থাকায় অসহায় মধ্যবিত্ত মানুষ হাহাকার করছে। কিন্তু এ সমস্যার সমাধান করা হচ্ছে না। এখন বছরে কয়েকবার বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির আইন করা হচ্ছে। এ কারণেই আমরা এর প্রতিবাদ করছি।
×