ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২ বছর পর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি

প্রকাশিত: ২১:১২, ১ জুলাই ২০২০

২ বছর পর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়ে গেছে মরিচের গাছ ও জমি। এতে বাজারে কমে গেছে মরিচের সরবরাহ, দামও বেড়েছে অনেক। এ অবস্থায় দেশের বাজারে মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম হাতের নাগালে আনতে দু’বছর পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে করে দেশের বাজারে কাঁচামরিচের দামও কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে সর্বশেষ গত ২০১৮ সালে কাঁচামরিচ আমদানি হয়েছিল। এর দু’বছর পর সম্প্রতি আবারও বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ২৯ জুন থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়। প্রথমদিন বন্দর দিয়ে একটি ট্রাকে প্রায় তিন টন (২৮০০ কেজি) কাঁচামরিচ আমদানি হয়েছে। মঙ্গলবারও বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়। আমদানি হওয়া কাঁচামরিচ পাইকারিতে (ট্র্রাকসেল) ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলি বাজার ঘুরে দেখা গেছে দেশীয় জাতের কাঁচামরিচ খুচরাতে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা একদিন আগেও এসব কাঁচামরিচ ১২০ টাকা দরে বিক্রি হয়েছিল। স্থলবন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকার আব্দুস সালাম বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে দেশীয় মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। বর্তমানে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দাম কমেছে। এখান থেকে মরিচ কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছি। বন্দরে পাইকারিতে প্রকারভেদে মরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।
×