ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ২১:০৯, ১ জুলাই ২০২০

রূপগঞ্জে ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক কর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৩০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে বিনা নোটিসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রবিন টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকায় অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করে। প্রিন্টিং শ্রমিক আনিসুর রহমান, ডাইয়িং শ্রমিক মায়েশ, নিটিং বিভাগের আবুল হোসেনসহ অন্য শ্রমিকরা অভিযোগ করে জানান, রবিন টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানাটিতে প্রায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। মালিকপক্ষ গত এক মাসে কোন প্রকার নোটিস ছাড়া বকেয়া বেতন ও ঈদ বোনাস ছাড়া দুই দফায় প্রায় তিন হাজার শ্রমিক ছাঁটাই করেন। মালিকপক্ষ থেকে বলা হয় করোনা পরিস্থিতির কারণে তিন মাসের জন্য শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তিন মাস পর পুনরায় আবার তাদের নিয়োগ দেয়া হবে। বকেয়া বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা অনাহারে অর্ধহারে দিন কাাটচ্ছেন। দোকানিরা বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করছে। বিভিন্ন সময় শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদ করতে গেলে মালিকপক্ষের সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। শ্রমিকরা অভিযোগ করে আরও জানান, শিপন টিপু মোল্লা টেক্সটাইল বিভাগের রবিন টেক্সটাইল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি। শিপন টিপু মোল্লা ওয়েস্টেডের নাম করে লাখ লাখ টাকার মালামাল পাচার করে টেক্সটাইল বিভাগকে বড় লোকসানের মূলে ফেলছে।
×