ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশিত: ১৫:৪৬, ৩০ জুন ২০২০

নারায়ণগঞ্জে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইনাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৪৮ জনে। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ জেলায় করোনাভাইরাসে মোট ১১৪ জনের মৃতু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯শ’ ৬২ জন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলা সিভিল সার্জনের অফিস থেকে জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৮০৭ জন, সদর উপজেলায় ১২০৮ জন, বন্দর উপজেলায় ১৮১ জন, আড়াইহাজারে ৪৮৩ জন, সোনারগাঁয়ে ৪৫৩ জন ও রূপগঞ্জে ১০১৬ জন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন, সদর উপজেলায় ২২ জন, বন্দর উপজেলায় ৩ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সোনারগাঁয় উপজেলায় ১৪ জন ও আড়াইহাজার উপজেলায় ৪ জন। জেলা সিভিল সার্জন অফিস থেকে আরো জানা যায়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬২ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন, সদরে ৮৫৫ জন, বন্দরে ৮৫ জন, আড়াইহাজারে ৩৩৫ জন, সোনারগাঁয়ে ২২০ জন ও রূপগঞ্জে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৮ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২৫ হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
×