ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শামসুজ্জামান খান বাংলা একাডেমির নতুন সভাপতি

প্রকাশিত: ২১:২৪, ২৯ জুন ২০২০

শামসুজ্জামান খান বাংলা একাডেমির নতুন সভাপতি

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেলেন শামসুজ্জামান খান। প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন এই বিশিষ্ট ফোকলোরবিদ ও গবেষক । রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে শামসুজ্জামান খানকে সভাপতি হিসেবে নিয়োগ প্রদানের আদেশ জারি করা হয়। এর আগে দশ বছর তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর বাংলা একাডেমির সভাপতির পদটি শূন্য হয়। একাডেমির একুশতম সভাপতি হিসেবে স্থলাভিষিক্ত হলেন শামসুজ্জামান খান। এর আগে ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে উপ-পরিচালক পদে যোগদান করেন শামসুজ্জামান খান। পরবর্তীতে ২০০৯ সালের ২৪ মে থেকে ২০১৮ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি পদে নিযুক্ত রয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, সোমবার সকালে আমি সেই পদে ইস্তফা দিয়ে বাংলা একাডেমির সভাপতি হিসেবে যোগদান করব। সভাপতি হিসেবে আমার মেয়াদ হবে আগামী তিন বছর। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
×