ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচর ইউএনওর নামে ভুয়া ফেসবুক আইডি

প্রকাশিত: ২৩:০৭, ২৭ জুন ২০২০

শিবচর ইউএনওর নামে ভুয়া ফেসবুক আইডি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ জুন ॥ মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের ব্যক্তিগত ফেসবুক আইডির ছবি ও নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে কে বা কারা বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এই ভুয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য ইউএনও সকলকে অনুরোধ জানিয়েছেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, তার ব্যক্তিগত ফেসবুক আইডি অযসবফ ঝঁসড়হ এর প্রোফাইল ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কারা @Sumon Ahmed (uno shibchor) নামে একটি ভুয়া আইডি খুলেছে। ওই ভুয়া আইডি থেকে বিভিন্নজনকে ফ্রেন্ড রিকোয়েন্ট ও ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠানো হচ্ছে। ওই ভুয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। অযসবফ ঝঁসড়হ আইডি ছাড়া তার অন্য কোন ফেসবুক আইডি নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
×