ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যালারি কায়ায় চিত্র প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ২১:৫৪, ২৭ জুন ২০২০

গ্যালারি কায়ায় চিত্র প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারি কায়ায় সীমিত দর্শনার্থী রেখে ‘সেলিব্রেটিং নেচার’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার। গ্যালারি কায়া আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানটির প্রদর্শনী সমন্বয়ক রাজেন গায়েন জানান, ‘সেলিব্রেটিং নেচার’ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ১২০টি শিল্পকর্ম। দেশের ১৯ খ্যাতনামা চিত্রশিল্পীর শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। যে শিল্পীদের চিত্রকর্ম স্থান পেয়েছে তারা হলেন-আব্দুল্লাহ আল বশির, আহমেদ শামসুদ্দোহা, আলোপ্তগিন তুষার, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, আজমির হোসেন, চন্দ্র শেখর দে, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামালুদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোং মোং শো, রণজিৎ দাশ, রুহুল আমিন তারেক, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, সোহাগ পারভেজ, সুমন ওয়াহিদ ও তরুণ ঘোষ। রাজেন গায়েন বলেন, করোনার কারণে সাধারণ দর্শনার্থীর জন্য এক্সিবিশন উন্মুক্ত থাকবে না। তবে খুব সীমিত আকারে কিছু দর্শনার্থীকে সুযোগ দেয়া হবে। সেটাও যদি আমাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ রাখেন। তিনি বলেন, আমাদের ফেসবুক পেজে চিত্রকর্মগুলো থাকবে। এছাড়া মেইল করে নিয়মিত দর্শনার্থী বা ক্লায়েন্টদের ক্যাটালগ পাঠানো হবে।
×