ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: ২১:২৮, ২৭ জুন ২০২০

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা হাকিম ডাকাতের দুই ভাইসহ চার ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। গোপনে খবর পেয়ে শুক্রবার দুপুরে টেকনাফ থানার পুলিশের একটি টিম উখিয়ার চেপটখালী পাহাড়ে অভিযানে গেলে রোহিঙ্গা ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে ডাকাতরা গুলি করতে করতে পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্রসহ চার ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত ডাকাতরা হচ্ছে- রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিম ডাকাতের দুই ভাই মোঃ বশির আহমদ ও মোঃ হামিদ। অপর দুই ডাকাত মোঃ রফিক ও রইঙ্গা। টেকনাফের গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে চার ডাকাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, হাকিম ডাকাত ও তার সহযোগীদের ধরতে টেকনাফ থানা পুলিশ ও জেলার শতাধিক পুলিশ কিছুদিন ধরে পাহাড়ে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পুলিশের একটি টিম মনখালী এলাকার চেপটখালী গহীন পাহাড়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হলে পুলিশও পাল্টা গুলি চালায়। অবস্থা বেগতিক বুঝতে পেরে রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিম ওরফে হাকিম ডাকাত পালিয়ে যায়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়, নিহত মোঃ বশির, মোঃ হামিদ, মোঃ রফিক ও রইঙ্গা সশস্ত্র ডাকাতদলের সদস্য। কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, হাকিম ডাকাত ও তার দলবল নিয়ে একটি পাহাড়ে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযানে গেলে ডাকাত দলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাকিম ডাকাতের দুই ভাইসহ চারজন নিহত হয়। হাকিম ডাকাতসহ অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, কয়েকমাসে শীর্ষ ডাকাত আবদুল হাকিম স্থানীয় সাতজনকে অপহরণ করে গহীন জঙ্গলে ও পরে রোহিঙ্গা শিবিরে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। তার চাহিদা অনুযায়ী মুক্তিপণ না পেয়ে অপহৃতদের মধ্যে তিনজনকে নির্মমভাবে হত্যা করে।
×