ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেলকুচিতে যুবলীগ নেতা হত্যা চেষ্টার প্রতিবাদ

প্রকাশিত: ০০:৩১, ২৬ জুন ২০২০

বেলকুচিতে যুবলীগ নেতা হত্যা চেষ্টার প্রতিবাদ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৫ জুন ॥ সিরাজগঞ্জের বেলকুচিতে যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা ও গাড়ি ভাংচুরের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকার চালা ও মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন। উক্ত মানববন্ধনে ফারুক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলী প্রমানিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। আত্রাইয়ে অগ্নিকা-ে দুই বাড়ি ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জুন ॥ নওগাঁর আত্রাইয়ে অগ্নিকা-ে বুধবার রাতে দুই ভাইয়ের দু’টি বাড়ির সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র সায়েম উদ্দিনের বাড়িতে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তার সহোদর ভাই নাজিমের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে সায়েম ও নাজিমের দুই বাড়িতে রক্ষিত ধান, চাল, নগদ টাকা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা।
×