ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বিধ্বস্ত ব্রিজটি অপসারণের দাবি

প্রকাশিত: ১৮:০২, ২৫ জুন ২০২০

কলাপাড়ায় বিধ্বস্ত ব্রিজটি অপসারণের দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন সোনাতলা-ডালবুগঞ্জ ভাড়ানি খালের বিধ্বস্ত আয়রণ ব্রিজটি অপসারণ না করায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। ওই ভাড়ানি খাল দিয়ে যাত্রীবাহী ট্রলার বিধ্বস্ত ব্রিজের নিচ দিয়ে চলাচলের সময় ব্রিজে কোনমতে ধাক্কা লাগলে ট্রলারের উপর ধসে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। হয়তো ব্রিজটি অপসারণ নয়তো নৌযান চলাচল বন্ধ করতে হবে। এলজিইডি কলাপাড়া কর্তৃপক্ষ এটি অপসারণ করি, করছি বললেও কোন উদ্যোগ নেয়নি। সোনাতলা নদী থেকে ওঠা শাখা খালটি ডালবুগঞ্জ গিয়ে মিশছে। তেগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় রয়েছে চরম ঝুকিপূর্ণ ব্রিজটি। এটি আগেই বিধ্বস্ত হয়। মানুষ চলাচল করছে বিকল্প গার্ডার ব্রিজ হয়ে। কিন্তু ডালবুগঞ্জ, পক্ষিয়াপাড়া, সাফাখালী এলাকার ওই খাল দিয়ে ট্রলার চলাচল একবারেই বন্ধ থাকায় তেগাছিয়ার শাখা খালটি ব্যবহার করছে। ফলে ঝুকিপুর্ণ ব্রিজটির নিচ দিয়ে চরম ঝুকি নিয়ে যাত্রীবাহী নৌযান চলাচল করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ভাঙ্গা ব্রিজটি কিছু দিনের মধ্যে সরানোর ব্যবস্থা করা হবে।
×