ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

প্রকাশিত: ১০:৪৫, ২৫ জুন ২০২০

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ নিউজিল্যান্ডে আজ বৃহস্পতিবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। দেশটির দক্ষিণ আইল্যান্ডের ৪০ কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পর্যটনকেন্দ্র মিলফোর্ড সাউন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। অন্তত মিলফোর্ডের তিন হাজার অধিবাসী এ ভূমিকম্পের বিষয়টি টের পেয়েছেন। একজন অধিবাসী লিখেছেন, এটা ছিল বড় ধরনের একটা কম্পন। আরেকজন লিখেছেন, ডুনেডেনে (দক্ষিণ আইল্যান্ডের একটি শহর) একটা ঝাঁকুনি টের পাওয়া গেল। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাউথল্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলর এবেল ক্রেমার। মিলফোর্ডের পাঁচ কিলোমিটার গভীরে আঘাত হানে এ ভূমিকম্প। সূত্র : ডেইলি মেইল
×