ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশী মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ০১:২০, ২৫ জুন ২০২০

দেশী মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে ৭৩০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভূবন গ্রামের পাশে হুরল বিলে এই পোনা অবমুক্ত করা হয়। এ সময় গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০১৯-২০ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম ফেজ-২ এর আওতায় উপজেলার উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষে কর্মসূচীর অংশ হিসেবে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়। সাইকেল র‌্যালি নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৪ জুন ॥ জীবননগর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদের উদ্যোগে এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মুনিম লিংকন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ প্রমুখ।
×