ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে চায় সরকার ॥ ফখরুল

প্রকাশিত: ০১:০৪, ২৫ জুন ২০২০

বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে চায় সরকার ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, মঙ্গলবার যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা অভিযোগে মামলা করে কারাগারে প্রেরণ করেছে। আমরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করছি। বিএনপি মহাসচিব বলেন, দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দী ধারণের আর ঠাঁই নেই।
×