ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত ও জ্বালানির বিলের নিন্দা বিএনপির

প্রকাশিত: ০১:০৪, ২৫ জুন ২০২০

বিদ্যুত ও জ্বালানির বিলের নিন্দা বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির আইন পাস হলে বিএনপির পক্ষ থেকে তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রিজভী বলেন, বছরে একাধিকবার বিদ্যুত ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে আইন পাসের জন্য জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করেছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ। আমরা এর নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। জাতীয় সংসদে গণবিরোধী এই আইনটি পাস না করার আহ্বান জানাচ্ছি, অন্যথায় এই করোনাকালের মধ্যেই তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। রিজভী বলেন, বিদ্যুত ও জ্বালানির দাম বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত বিলটির মাধ্যমে প্রমাণিত হলো বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক সরকার। তিনি বলেন, ২০০৩ সালে পাস হওয়া বিদ্যমান আইনে কোন অর্থবছরে একবারের বেশি বিদ্যুত ও জ্বালানির দাম পরিবর্তন করা যাবে না। কিন্তু মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত বিলটি আইন হিসেবে কার্যকর হলে এনার্জি রেগুলেটরি কমিশন বছরে এক বা একাধিকবার বিদ্যুত, গ্যাস, ডিজেল, পেট্রোলসহ জ্বালানির দাম পরিবর্তন করতে পারবে। বছরে বারবার বিদ্যুত ও জ্বালানির মূল্য বৃদ্ধির আইন পাস মানে গরিবদের সলিল সমাধি রচনা করা। রিজভী বলেন, করোনাভাইরাসের আঘাতে দেশে যখন এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে মৃত্যু চিন্তা গ্রাস করেছে, চারদিকে শুধু কর্মহীন মানুষের হাহাকার, ক্ষুধার্ত মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে তখন জনগণের অতি প্রয়োজনীয় জিনিসের বারবার মূল্য বৃদ্ধিতে সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণকে ফতুর করা। ঢাকায় এমিরেটসের ফ্লাইট শুরু স্টাফ রিপোর্টার ॥ করোনার দরুণ দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো বাংলাদেশে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স। গত ২১ জুন ফ্লাইট চালানোর অনুমতি দেয়ার পর বুধবার রাতে ঢাকায় আসে এমিরেটসের প্রথম ফ্লাইট। এমিরেটস জানায়, দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে ঘণ্টাখানেক পর অবতরণ কর। ফ্লাইটটি আবার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ে।
×